Wednesday, May 11, 2016

দুঃখ খুব কঠিন জিনিস


দুঃখ খুব কঠিন জিনিস। যে দুঃখে পড়ে একমাত্র সেই জানে, এটা সামলানো কত কঠিন। আবার মানুষভেদে দুঃখেরও প্রকারভেদ হয়। যেমন কেউ দুঃখে পড়ে প্রতিষ্টা পেয়ে আবার কেউ দুঃখে পড়ে খেতে না পেয়ে। কেউ দুঃখে পড়ে ভালবাসা পেয়ে আবার কেউ দুঃখে পড়ে ভালবাসা না পেয়ে। কারো দুঃখ সবার সাথে সদ্ভাব রেখে আবার কারো দুঃখ কারো সাথে সদ্ভাব না থাকার কারনে। দুঃখের এমন হাজারো মিষ্টি মধুর সমস্যা নিয়ে আমাদের জীবন। সাহস করে বলুনতো আপনার এমন দুঃখের কথা।

No comments:

Post a Comment