Thursday, May 19, 2016

সিএসএম এর অনেক ভাইয়েরা আছেন যারা এখনোও বিয়ের পিড়িঁতে বসেন নি


সিএসএম এর অনেক ভাইয়েরা আছেন যারা এখনোও বিয়ের পিড়িঁতে বসেন নি।তাই আর দেরি নয়। তাড়াতাড়ি বিয়ে করে নেন।আগামীকাল আমাদের সুমনের বিয়ে (ব্যাচ ২০০০) সিএসএম এর এমন অনেক ভাই আছেন যারা এখন বিয়ে করেননি, আমি অনেক জনকে চিনিও না তাই বলচি সময়ের কাজ সময়ে করেন।না হলে পরে পসতাবেন,এমন অনেকজনের মধ্যে একজন জনি ভাই,কি ব্যাপার কবে হবে বিয়া।আর কে কে আছে নাম বলেন,ব্যবস্থা নিতে হবে।শুনচি বিয়া করাইলে হজ্জকরার মত সওয়াব।তাই আর দেরি নয়।।।

No comments:

Post a Comment