সিএসএম এর অনেক ভাইয়েরা আছেন যারা এখনোও বিয়ের পিড়িঁতে বসেন নি।তাই আর দেরি নয়। তাড়াতাড়ি বিয়ে করে নেন।আগামীকাল আমাদের সুমনের বিয়ে (ব্যাচ ২০০০) সিএসএম এর এমন অনেক ভাই আছেন যারা এখন বিয়ে করেননি, আমি অনেক জনকে চিনিও না তাই বলচি সময়ের কাজ সময়ে করেন।না হলে পরে পসতাবেন,এমন অনেকজনের মধ্যে একজন জনি ভাই,কি ব্যাপার কবে হবে বিয়া।আর কে কে আছে নাম বলেন,ব্যবস্থা নিতে হবে।শুনচি বিয়া করাইলে হজ্জকরার মত সওয়াব।তাই আর দেরি নয়।।।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment