আজ অফিসের জোন মিটিং ছিল। আর আমি দেরিতে যাওয়ায় পিচের সিটে বসতে হল। পিছে বসে মিটিং এ যদি মন বসতো।স্কুল জিবনের বাদরামি শুরু করে দিলাম।চেয়ারের নিচে বসে খুজ করে এক জন সহকর্মী র জুতা পাইলাম ফিতা পরা,বাস খুলে গিট বেদে দিলাম। রাবারের মধ্যে কাগজ লাগিয়ে পিঠে মারা,মাথায় টুসি মারা সহ নানা বাদরামি তে মিটিং শেষ হল। শেষে যা করলাম তা হল কবিতা লেখা।একটা মজার কবিতা লেখে ফেললাম।
সবার জন্য সেয়ার করলাম।কমেন্ট চাই
শান্তি নাই, শান্তি নাই,
শান্তির মা খড়ে।
ও শান্তির মা তো মাইয়ারে,
ফাড়াচুনা আর ঘরে।
রাতের বেলাত ঘুম নো আইয়ে,
দিনে মাথা গরম।
তোর মাইয়ারে খুইজতে খুইজতে,
গিইয়েগুই আর সরম।
সরম ফেলাই খোরচুর খুলি,
রাস্তাত রাস্তাত ঘুরি।
ও শান্তির মা,তোর মাইয়া চা,
গেইয়েগুই আরে ভুলি।
No comments:
Post a Comment