Tuesday, May 31, 2016

সামনে রমজান মাস আসতাছে


সামনে রমজান মাস আসতাছে মনে হয় সকলের খুশির বান ডাকতাছে,আর কিছু না হউক এই রমজানের কারণে হগলে পাঁচ ওয়াত্ত নামাজ পড়তে চায়,রমজানে আমরা সকল ঢাকা বাসী কলোনীর পোলাপান বুড়া গুড়া আনডা বাচ্চা এক সাথে হইলে কেমন হয়? অন্তত একদিন হগলে মিলে ইফতার করতে পারি,ইফতার টা মূখ উদ্দেশ্য নহে অনেক দিন পর আবার সবাই এক সাথে হবে এই আশায়, (এমনেই তারিখ মেডিকেলে আসতাছে তখন সবার সাথে সবার কিছুটা সময় হলেও দেখা হবে কিন্তুু সবারতো একসাথে দেখা হবে না মেডিকেলে)

No comments:

Post a Comment