Saturday, May 28, 2016

মনটা খুব খারাপ হয়ে গেল


মনটা খুব খারাপ হয়ে গেল। আজকে আমার খুব পছন্দের মোমিন চাচা আর চাচী চিটাগাং আসলেন, আমাদের ডাক্লেন কিন্তু যেতে পারলাম না। আশলে ৪টায় অফিস থেকে এসে হোম মিনিস্টারের ডিউটিতে কর্নেল হাট যেতে হয় শ্যালিকার বাড়িতে কারন কিছুদিন আগে শ্যালিকার মেয়ের জন্মদিনে যেতে পারি নাই ব্যস্ততার কারনে। বুজতেই পারছেন ডিউটিটা কতো কড়া ছিল। কিন্ত সকালে জানলে হয়ত একটা রাস্তা বের করা যেত। ওদিকে দুলাল স্যারকেও দেখতে যেতে পারি নাই। Nazmul Huda ভাইয়ের কাছে আগেই excuse চেয়েছি এখন চাচ্ছি সকল csm ভাইদের কাছে যারা হয়তো আমার উপস্থিতি আশা করেছিল। আর Ria Mominচাচা চাচীকে কি আর বলবো! আফসোস রয়েই গেল!

No comments:

Post a Comment