Saturday, May 21, 2016

রাত সাড়ে আটটার পরে কয়েকবার উঁকি ঝুঁকি মাইরা সে ফিক্সড হইছে


রাত সাড়ে আটটার পরে কয়েকবার উঁকি ঝুঁকি মাইরা সে ফিক্সড হইছে। কিন্তু সে একা আসছে। আরেক জনকে আনে নাই। মানে ডিশ আসে নাই। তাই খবর, খেলা, মিরাক্কেল কিছুই দেখতে পারি নাই। এফএম রেডিও শুনতে চাইলাম কিন্তু হেডফোন খুঁজে পাচ্ছি না। চারটার পর থেকে অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়েছি। তাই এখন ঘুম আসছেনা। সিএসএম পেইজেরেও রোয়ানু পাইছে। ডিশ না থাকাতে সবাই ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে। তাই আমাকে বাধ্য হয়ে শুয়ে পড়তে হবে। শুভ রাত্রি।

No comments:

Post a Comment