Tuesday, May 3, 2016

চুলার উপর ভাত বসাইয়া সিএসএম পেজে ঢুকলাম


চুলার উপর ভাত বসাইয়া সিএসএম পেজে ঢুকলাম, দেখি তৈলের ছড়াছড়ি এই জন্যেই তো গতকাল মুরগী রান্না করতে গিয়ে দেখি তৈল সর্ট তা এখন বুঝতে পারলাম । বৌয়ের সাথে ফোনে কথা হলো , বললাম- কবে আসবা । উত্তরে বলে- কেন ? তোমার সিএসএম আছে না ! 

এখন কি আর অফিস থেকে এসে রান্না করতে মন চায় ? বৌয়েরা কেন জানি সিএসএম-কে তাদের প্রতিধন্ধি মনে করে ? 

অবশ্য Nazmul Huda নাজমুল ভাই গত দুইদিন আগে ওনার বাসায় যেতে বলেছিল । অনেক দিন আগে Jafar Alam Alam জাফর ভাই বলেছিল- আরে কোন সমস্যা হলে আমার এখানে চলে আসবি ! পতেঙ্গায় যাওয়া আর বড়পোল থেকে নোয়াখালী যাওয়া একই কথা । 

এভাবে আরো কয়েকটা দিন থাকতে হবে , অফিস থেকে এসে রান্না করা তারপর খাওয়া । ও আমার চট্টগ্রামের বড় ভাইরা এই কয়েকটা দিনের মধ্যে কি সিএসএমের কোন খাওয়ার প্রোগ্রাম/আয়োজন হবে না । হলে তো ভালই হয় অন্তত একটা দিন রান্না করা থেকে মুক্তি পেতাম । কোন বিয়ে শাদিও কি নাই ? 

যাক অবশেষে পেজে লিখতে লিখতে ভাতটা হয়ে গেছে , মুরগীটা তো গতকালের রান্না করা আছে, ফ্রিজ থেকে বের করে একটু গরম করে নিলেই হবে, আজ এতেই চলে যাবে । আগামীকাল যদি কোন প্রোগ্রাম থাকে , বড় ভাই সহ সবাইকে বিনীত অনুরোধ একটা হেলো করলেই হবে - তাতে এই বান্দা হাজীর হবেই আর রান্না করা থেকে একটা দিন রেহাই পেতাম !!!!!

No comments:

Post a Comment