ভেবেছিলাম চাচীকে দেখে এসেই তার অবস্থাটা সবাইকে জানাব। আমি দুখিত সেটা করতে পারিনি.
সময় ও মনের অবস্থার কারনে।
তবে এর মধ্যে কথা বলেছি পলাশের সাথে। খুব শিঘ্রী বসব তোমাদের কয়েকজনের সাথে।। ভালো কিছু করার জন্যই একটু সময় নিছছি।
চাচীর বরতমান শারিরীক অবস্থা, মনের অবস্থা,আর্থিক অবস্থা সবই ভংগুর। এ অবস্থায় আমাদেরই এগিয়ে আসতে হবে।
সব হারিয়ে এই 'একা' হয়ে যাওয়া মানুষটির উদ্দেশ্যে আমরা সবাই বলি :
"কেদো নাকো মা,
তোমার সন্তানেরা ঘুমিয়ে পড়েনি ---"
বলবতো?
No comments:
Post a Comment