Tuesday, May 3, 2016

কষ্ট থেকে মুক্তি পাবার একটা চরম সত্য হল, কস্টটা পেতেই হবে


কষ্ট থেকে মুক্তি পাবার একটা চরম সত্য হল, কস্টটা পেতেই হবে। কস্টকে পাশ কাটিয়ে আমি কিংবা আমরা ভাল থাকতে পারবো না। কেউ একজন কোন এক সময় আমাকে ছেড়ে চলে গেছে ? আমি যাই ভাবি না কেন রাতের একটা সময়ে কষ্টটা (নিরব ঘাতক) আমাকে পেতেই হবে। কস্ট থেকে মুক্তি পাবার এর আসলে কোন উত্তর আমার জানা নেই।

আমি কিংবা আমরা নিজের কস্টকে ভূলে থাকার জন্য হয়ত কিছুক্ষণ জোর করে অন্যকে হাসাতে পারব, কিছুটা সময় বন্ধুদের আড্ডা সাথে নিজেকে মানিয়ে নিবো, কিংবা মুভি দেখে ঘন্টা তিনেক সময় পাড় করতে পারবো সর্বপরি, বাসায় ফিরে ক্লান্ত শরীরে পরিবারের সাথে কিছুটা সময় নিজেকে মানিয়ে নিতে পারবো। কিন্তু কাজ হবে না, রাতের গভীরতা বাড়ার সাথে সাথে সেই কস্ট আমাকে সহ্য করতে হবে।

চোখের জল আটকে রাখা যায়না। তাই যতদুর কান্না করা যায় কান্না করতেই থাকো নিরবে, একাকীত্বে। একটা সময়ে দেখবো চোখেরা আর কান্না করতে পারে না। সহ্য হয়ে যায় একটা সময়ে। কস্টকে সহ্য করতে জানতে হয়। সবাই সহ্য করতে পারে না। জীবন চলার পথে সৃস্টিকর্তা যেন আমাদের সকলকে সেই সহ্য করার শক্তিটুকু দেন।

No comments:

Post a Comment