Thursday, June 9, 2016

Happy Friendversary লাড্ডি


কাল দুপুর থেকে ব্যাস্ততার কারনে ফেবু'তে আমার এন্ট্রি হয়নি। সকালে যেই না ফেবুতে লগ ইন করলাম প্রথমেই দেখলাম ফেবু সাহেব আমার আর আমার লাড্ডির ফেবুতে রিলেশন'র বয়স মনে করিয়ে দিচ্ছে। 

লাড্ডি আমার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। সমস্ত টেস্ট, এক্স-রে শেষ করে ড: মনিরকে দেখাবে আর তখনি শুনলো ড: সাহেব কয়েকদিনের ট্যুরে আমেরিকা যাচ্ছেন। ফিরবেন 14ই জুন। তরিঘরি করে রিপোর্ট দেখাতে পপুলার হসপিটালে গেল কিন্তু তিনি সময়ই দিতে পারলেন না।

তিনি এক কার্ডিয়াক স্পেশালিস্টকে রিপোর্টগুলো দেখাতে বল্লেন, এখানেও বিধিবাম। মেডিকেলের লিফট দুইদিন ধরে অকেজো। লাড্ডি তিন তলায় আস্তানা গেরেছে। ওর যে অবস্থা, কোনভাবেই তিনতলা থেকে সিঁড়ি বেয়ে নীচে নামা সম্ভব না। কাজেই লিফট ঠিক হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। 

আর অন্য সবকিছুর জন্য ড: মনিরের 15 তারিখে মেডিকেলে আগমনের অপেক্ষায় দিন গুনতে হচ্ছে। Ahsanul Tarique

আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করুন। আমিন। 

No comments:

Post a Comment