Wednesday, June 8, 2016

ঘটনা কি?


ঘটনা কি? সবাইরে কি রোজা কাহিল করে দিলো নাকি,আমাগো Atiq Csm কোনে,কলোনী এতো চুপচাপ ক্যা,নামাজের পর তো হগলের ইউনুস এর দোকানে পান সিগারেট এর জন্য লম্বা সিরিয়াল ধরা লাগতো আজ দুইদিন দেখি দোকান পুরাই ফাঁকা,রোজা রাইখা হগলে কি সারাদিন ঘুম পাড়তাছে নাকি,ডাব গাছ গুলি হাঁ কইরা তাকাইয়া রইছে আর মনে মনে কইতাছে ডাবের ভারে তো আমি নুইয়া পড়তাছি কেউ ডাব পাড়ে না কেন?সকাল বিকাল খাল পাঁড়ে ও ভিড় হয় না হগলে কি তাস খেলা ভুইল্লা গেলো নাকি,বিকালেও দেখি ছোড ছোড বোনেরা ইফতার নিয়া এই বাসা টু ওই বাসা দোড়াদৌড়ি ছাইড়া দিলো,একটু পর তো আবার মিলের সাইরেন শুরু হইয়া যাইবো, ঘটনা কি হগলে কনচেন দেহি।

No comments:

Post a Comment