Thursday, June 9, 2016

আগ্রাবাদে ভোগ বিলাস এবং শ্রী কৃষ্ণ নামে দুটি হিন্দু হোটেল আছে


আগ্রাবাদে ভোগ বিলাস এবং শ্রী কৃষ্ণ নামে দুটি হিন্দু হোটেল আছে। সেগুলো সারা বছরই খোলা থাকে। সেগুলোতে সারা বছর কট্টর হিন্দুরাও যায় কিনা সন্দেহ। অবশ্য না যাওয়ার কারনও আছে। কারন ওখানে খাওয়ার পরিবেশ সাধারন মানেরও না। কোন রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। কিন্তু রমজানে দিনের বেলায় দেখা যায় হিন্দুদের চেয়ে মুসলিমরা যায় বেশি। নন মুসলিমরা জায়গা পায় না। অনেক বড় বড় কমর্কতাকে দেখেছি সেখানে লাঞ্চ করতে। আরও অবাক হবেন এই মুসলিমরা রমজানের পরে ওই হোটেল গুলির নাম শুনলেও নাক সিটকায়।

No comments:

Post a Comment