Wednesday, July 20, 2016

আজ ২০ শে জুলাই


আজ ২০ শে জুলাই।আর এক মাস পর আমাদের সিএসএম পেজের বর্ষপূর্তি।

শুরুটা আতিক ভাই করেছে, তারপর পুলক একটা পেজ খুলে,সেখানে ভার্চুয়েল আড্ডা শুরু হয়।দিনে দিনে পেজে সিএসএম এর ভাই- বোনদের সংখ্যা বাড়তে থাকে।

পেজের মাধ্যমে সবাইকে একএিত করার জন্য ২৯/১/১৬ ইং এক আড্ডারর আয়োজন করা হয়,ছোট- বড় ভাই- বোনরা মিলে সেই আড্ডার আয়োজন করে।খূব সফল ভাবে আড্ডা সম্পূর্ণ হয়।চাচা- চাচীরা খুব খুশী হন,ওনাদের খুশি দেখে আমরা ও খুশি,এরকম একটা অনুষ্ঠান করতে পারায়।

আড্ডার পর অনেক মান - অভিমান হয়েছে,হবে সেটা কোন বিষয় নয়।কিন্তু আমাদরএ বন্ধন যেন সব সময় অটুট থাকে সবার কাছে এতটুকু চাওয়া।

আজ এ পযন্ত।

No comments:

Post a Comment