Wednesday, July 20, 2016

কিছুক্ষন আগে গুলশান ১ এ একটি ফ্যাশন হাউসে আসছি ছেলের জন্য প্যান্ট কিনতে


কিছুক্ষন আগে গুলশান ১ এ একটি ফ্যাশন হাউসে আসছি ছেলের জন্য প্যান্ট কিনতে, এই হাউস টিতে বিদেশী ক্রেতাই বেশি থাকে, তার উপর দোকানের নামও আর্টিসান, তাই দোকানে ঢুকার সময় ড্রাইভার কে মজা করে বললাম 
" কামাল দোয়া রাইখো আর মোবাইল খোলা রাইখো" । যদিও মজা করে বলেছি, আসলে বাস্তবে কিন্ত সবাই কিছুটা হলেও উদ্বেগে থাকি। দোকানে বিদেশি কোন ক্রেতা ছিলনা। ক্রেতা বলতে আমি আর একজন দেশীয় লাস্যময়ী বাট গোমড়ামুখী ললনা।

যাক এতোক্ষন এগুলো মজা করলাম। আল্লাহ আমাদের হেফাজত করুক,সবসময় সব বিপদ আপদ থেকে রক্ষা করুক। আর সবার মধ্যে শুভবুদ্ধি জাগ্রত করুক। আমিন।

No comments:

Post a Comment