Wednesday, July 20, 2016

বিশিষ্ট ডোম ও ডাক্তার আতিক সি এস এম পেইজে কয়েকজন লেখকের লেখার ধরনের উপর পোস্টমর্টেম করেছে


বিশিষ্ট ডোম ও ডাক্তার আতিক সি এস এম পেইজে কয়েকজন লেখকের লেখার ধরনের উপর পোস্টমর্টেম করেছে।পোস্টমর্টেমের রিপোর্ট পেয়ে মনে হলো 'প্রশংসাপত্র' পেয়েছি।খুবই ভাল।প্রশংসা শুনতে কার না ভাল লাগে।তবে যাহাদের লেখনির পোস্টমর্টম বাদ রয়েছে,অতিসত্তর তাদের রিপোর্ট প্রকাশ করবে। নাহলে তারা লেখনিতে উৎসাহ হারিয়ে ফেলবে বা কমে যাবে।এটা আমাদের সকলের জন্য দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়াবে।

No comments:

Post a Comment