Monday, July 25, 2016

মন বসে না পড়ার টেবিলে


তখন ৯০ এর দশক।মোবাইল,ফেসবুক ছিল না। রাত ৯ টা।কলোনি র কোন ১ টা বাসা। ২য় তলা। বাসার কোনার রুমে জানালার পাশে টেবিলে বসে বড় মেয়েটি পড়ছে। কালকে ক্লাস টেস্ট। বাসার সবাই অন্য রুমে টিভি দেখছে। মেয়েটি অনেক করে চাইছে পড়ায় মন বসাতে। এমন সময় অন্য আরেক বিল্ডিং এর ছেলেটা বের হয়। সিগারেট এ আগুন ধরায়। হাটতে শুরু করে।এমন সময় মেয়েটি র চোখ যায় ছেলেটির দিকে। সে কিছু বলতে চায়। কিন্তু ছেলেটি সেদিকে খেয়াল করেনা। যদিও তারও কিছু বলার আছে মেয়েটি কে। এদিকে মেয়েটি চিতকার করতে পারছে না। বাসার সবাই,আশেপাশের সবাই টের পেয়ে যাবে। কি করবে সে,ছেলেটা কেন তার দিকে ফিরে তাকাচ্ছে না। এদিকে সে ত পড়ায় মন বসাতে পারছেনা। কাগজ মুড়ে ছেলেটার দিকে ছুড়ে মারে যাতে সে ফিরে তাকায়

No comments:

Post a Comment