Monday, July 25, 2016

সাধাসিধা সেই মানুষ টি


আমরা যখন স্কুলে যাওয়া শুরু করি তখন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন প্রয়াত শ্রদ্ধেয় আহমদ কবির স্যার। উনার আগে নাকি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন প্রয়াত শ্রদ্ধেয় ইউনুস স্যার। তবে স্যারকে দেখতাম দোতলার খালেক কাকার বাসায় উনার মেয়েদের কে পড়াতেআসতেন।

রিনা আপার সাথে পড়তেন Jashim Uddin ভাইয়ের বউ রুবা আপা। পলি আপাও আসতেন।আর রুমা আপার সাথে আমার আপারা পড়তেন। স্যারকে দেখতাম পাঞ্জাবী পড়ে আসতেন।দুপুরবেলা। ধীরে ধীরে হাটতেন। মাটির দিকে তাকিয়ে।চোখে মোটা ফ্রেমের চশমা। হাতে ইংরেজি বই। 

বড়দের মুখে শুনতাম স্যার ইংরেজি খুব ভাল পড়াতেন। ইংরেজি অভিধান স্যারের নাকি মুখস্থ ছিল। ১৯৯৩ এর পর স্যারকে আর দেখিনি।আমি যদিও স্যারের ছাত্র ছিলাম না, কিন্তু উনার প্রতি এক ধরনের শ্রদ্ধা অনুভব করতাম।

No comments:

Post a Comment