Monday, July 25, 2016

গতাকাল একটু আরামে ছিলাম


গতাকাল একটু আরামে ছিলাম। একদিন আরাম করলে পরদিন ঘাম ছুটে যায়। কিন্তু আজকেও কাজ কম। আজকেও রিলাক্স থাকতে ইচ্ছে করছে, কারন আগামি দুই/তিন দিন আবার চাপে থাকবো। ছোট একটা কাজ ছিল বালুছড়ায়। কাজটা খুবই ছোট কিন্তু সিস্টেমে পড়লে অনেক সময় অনেক সময় লাগে। অফিসে কাজ যেহেতু কম তাই আজকে বালুচড়ায় (অক্সিজেনের পরে) মনে করেছিলাম এখানে অনেক সময় লাগবে। কিন্তু বিশ মিনিটের মধ্যে কাজ শেষ হয়ে গেলো। তারপর কোন কাজ নাই তাই আর কি করবো। তাই অনন্যা আবাসিকে একটু ঘুরতে আসলাম। খুব সুন্দর জায়গা, সুন্দর রাস্তা। নিরিবিলি পরিবেশ।

No comments:

Post a Comment