Friday, July 29, 2016

চিটাগাং কলেজের Hostile গেইটের সামনে


চিটাগাং কলেজের Hostile গেইটের সামনে ভ্যানের মধ্যে এ চটপটি টা বিক্রি করতো।অনেক মজা লাগতো আজও ভুলতে পারিনি।সেদিন কি কারনে চকবাজার গেলাম তখনও দেখলাম ছেলেমেয়েরা খাচছে।তখন খুব মনে পড়ে গেল সেই ২০০২-২০১২ এ সময়কালের কথা।২০০১-২ আমরা অনেক ষটীলার রা ছিলাম মহসিন কলেজে।প্রায় প্রতিদিন খাওয়া হতো।কি মজা বলে বা লিখে বুঝানো জাবে না।১০ টাকা এক প্যালেট।আমার চটপটিও খুব মজা হয় সবাই বলে।কিনতু আমি সেই মজাটা খুজে পাইনা।

No comments:

Post a Comment