Saturday, October 17, 2015

আল্লাহ যেন তারিককে সুস্থ করে দেন


আজ প্রায় ৩৫/৪০ জনের মতো আমরা একসাথে হয়েছিলাম পপুলার হাসপাতাল, ঢাকায়। উপলক্ষ একটাই আবার নতুন করে তারিকের ট্রিটমেন্ট শুরু করা ও ওর সাথে দেখা করা। একসাথে এতো attendance দেখে পপুলার হসপিটালের সবাই ভেবেছি "ওরে বাবা কোন VIP patient admit হয়েছে"? হাহাহা সে এক দেখার মতো ব্যাপার।


জসিম ভাই, নাজমুল ভাই, পুলক, জাহেদ, পাপ্পু কে ধন্যবাদ CTG থেকে আসার জন্য।। আরো ধন্যবাদ অন্য সবাইকে। মেডিকেলে এতো জনের একসাথে সমাগমেই বুঝতে পেরেছি কি দারুন হৃদ্ধতা আমাদের সবার মাঝে। মনের কি গভীর টান একে অপরের প্রতি।। অবাক হয়েছি বিদায় বেলায় তারিককে জড়িয়ে ধরে প্রত্যেকের কান্না দেখে। দুচোখ বেয়ে অঝরে প্রত্যেকের চোখের পানি ঝরছে। কিন্তু সবার অবস্থা দেখে এমন মনে হচ্ছিল চোখের পানি অন্যকে দেখানো যেন লজ্জার ব্যাপার। কারন লুকিয়ে সবাই তা আড়াল করতে চাইছে। এ যেন ভালবাসায় সিক্ত কয়েক ফোঁটা চোখের পানি।।

সবশেষে মনে প্রানে আমাদের সবার একটাই চাওয়া "আল্লাহ যেন তারিককে সুস্থ করে দেন। তারিক যেন আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে।

No comments:

Post a Comment