Saturday, October 17, 2015

বইঙ্গা


আগে কলোনীতে এক বল্ডিং এ ২ টা সিড়িতে আটটা বাসা ছিল,একেক জনের বাড়ি একেক জেলায়,কিন্তু কখনো মনে হয় নাই আমরা আলাদা,এই সাবু আম্মা খালাম্মা আমাদের বাসায় এসে রান্না ঘরের ফ্লোরে বসে মায়ের সাথে গল্প করতো,মা সাবুদের বাসায় গিয়ে পানের ডিব্বা নিয়ে বসে পান খেত আর গল্প করত।আর এখন আমরা ভাড়া বাসায়, মাঝেমাঝে কিছু নিয়ে কথা উঠলে চিটাগাং এরা বলে বসে বইঙ্গা,আরে ভাই বইঙ্গা কি বাংলাদেশের বাইরে।

No comments:

Post a Comment