Saturday, October 17, 2015

সাবু ভাই


আমাদের এবং সাবুদের (সাবু ১৯৯০ব্যাচ আমি কখনো ভাই বলি নাই বন্ধুর মত ছিলাম)বাসা ছিল পাশাপাশি e-12 এ,সব সময় কাকা বলত এই সাবু কিরে, মানি সাবুকে পরার মধ্যে রাখত,কাকা খুব ভাল মানুষ ছিল,আমরা দেখতাম কাকার কি পরিমান ধর্য্য।কাকা আমদের খুবই আদর করতেন।আমি আমদের বাসার বাজার করতাম বেশীর ভাগ সময়,সাবু ও মাঝে মাঝে ওদের বাজার করতে যেত।একদিন আমি ও সাবু বাজার করে দেখলাম ১.৫০ টাকা বেচেছে,তখন একটা হোটেল ছিল মাছের বাজারের আগে, ঐ হোটেলে গিয়ে ২ জনে ২ টা নান রুটি ও ২ জিলাপি খাইলাম,আহা কি মজা লাগছে তখন।সাবুই আমাদেরকে প্রথমে নেভীর জাহাজ দেখতে নিয়ে যায়।ঈদের নামাজ শেষ হলে বাসায় এসে ঈদের কাপড় পড়ে চলে যেতাম ঈসাখাঁন। জাহাজ দেখার জন্য,জাহাজ এর কিছু নাবিক সাবুদের পরিচিত ছিল,আআমাদের অনেক আদর করত,আর এখন সব স্মৃতি।সাবুকে দেখিনা আজ কত দিন।মাঝে মাঝে পান্না আপার(মিঠু ভাইয়ের গৃহিণী) সাথে দেখা হয় কোন বিয়ের অনুষ্ঠানে।সাবু ভাই যেখানে থাকস ভাল থাকিস,আর সিএসএম এর সাথে থাকিস।

No comments:

Post a Comment