Saturday, October 17, 2015

সঙ্গতিপুর্ন ?


আজ সারাদিনে কোন পোষ্টটা এই পেজের সাথে ১০০% সঙ্গতিপুর্ন ?
আর কোন পোষ্টগুলো এই পেজের সাথে একদম'ই যায় না ?

আমি সারাদিনে Atiq Csm Mahmudur Rashid Pulak এর কয়েকটা ছবি, Monirul Islam Monir মুনির ভাইয়ের দেয়া আতিক ভাইকে নিয়ে পোষ্টটা, আর 
Al Amin Billah Shujon এর উপহার জেক্স এর ছবিটা ছাড়াতো কোন পোষ্ট দেখি না !!!!!
কয়েকদিন আগেও পেজটাতে ঢুকলে মনে হত কলোনিতে ঢুকেছি, খুটিয়ে খুটিয়ে কলোনির গল্প, ছবিগুলো বার বার পড়তাম, দেখতাম। আর এখন .................... !!!


মনে আছে কয়েকদিন আগে হুজুর স্যাররের ছেলে বাহিরের কিছু কৌতুক বা এইটা সেইটা পোষ্ট দিয়েছিলো বলে সবাই অবজেকশন দিয়েছিলো ? তাহলে এখন তার কি ব্যাতিক্রম আছে আমার ছোট মাথায় ঢুকতেছে না 
কোন কিছু না থাকলে আমাদের Tambourine Man জাবেদ ভাইয়ের মত, নিজের লিখা গান, কবিতা পোষ্ট দেন, আজাইরা পোষ্ট দিয়ে পেজের দিক পরিবর্তন করারতো কোন মানে নাই !!!!!!!!!!

এটা জাস্ট আমার মনে হল তাই বললাম, সবার'ই নিজস্ব মতামত আছে, আমার কথাগুলো যদি খারাপ লাগে, আমি এই পোষ্টটা ডিলিট করে দিব


No comments:

Post a Comment