Saturday, February 20, 2016

তখন খুব সম্ভবত ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবো, ১৯৯৩ সাল


তখন খুব সম্ভবত ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবো, ১৯৯৩ সাল, আমরা কয়েকজন মরহুম ইউনুস স্যারের কাছে ইংলিশ প্রাইভেট পড়তাম, ওখানে যতটুকু না পড়তাম তার চেয়ে বেশী দুষ্টুমি করতাম, আর একাজে আমার আরেক সংগী ছিলো বন্ধু Riman Babu, আমাদের দুষ্টামি তে স্যার খুব অতিষ্ঠ ছিলেন। তো একদিক স্যার আমাদের পড়তে বসিয়ে ভিতরের রুমের দিকে গেলেন আর এ সুযোগে আমি আর রিমান আমাদের যত রকম বাঁদরামি আছে সব চালাতে লাগালাম, এমন করতে করতে স্যার যে বিছানায় বসে পড়াতেন তার তোষকের নীচে হাত চলে গেলো, তোষক আলগা করে দেখি তার নীচে একটি বিশ টাকার নোট আর দু প্যাকেট ইন্টেক সোর্ড ব্লেড, আমি আর রিমান দুজনেই ইংগিত পূর্ন হাসি দিয়ে ঐ বিশ টাকা আর ব্লেডের প্যাকেট দুটো সরিয়ে নিয়ে সুবোধ বালকের মত পড়া শেষ করে বাজারে চলে এলাম, সেখানে ব্লেড গুলো ভাই ভাই স্টোরে বিক্রয় করে ১০ টাকা সহ মোট ৩০ টাকা দিয়ে মুন বেকার্সে আমি আর রিমান পেট ভরে নাস্তা করে নিলাম। স্যার কোনদিন ব্যাপার‍টি জানতে পারেন নি। আজ BabuZahid এর হক স্যার কে নিয়ে লেখাটি পড়ে আমার এই কাহিনী টি মনে পড়ল। আজ যদি সুযোগ পেতাম তাহলে স্যারের কাছে ক্ষমা চেয়ে নিতাম, আল্লাহ যেনো আমাদের সবার প্রিয় মরহুম ইউনুস স্যারকে বেহেশত নসীব করে। আমীন।

No comments:

Post a Comment