Saturday, February 20, 2016

আমি আমাকে নিয়ে চিন্তিত


আমি আমাকে নিয়ে চিন্তিত।কেন জানি মনে হয় আমার উপর আমার নিয়ন্ত্রন নাই।কোন সিদ্বান্ত বাস্তবায়নের আগে অনেক কিছুই ভাবতে থাকি।মাঝে মাঝে মনে হয় তৃতীয় শ্রেনীর এই মেধা নিয়ে আমি পথ চলার সত্যিই অযোগ্য।ছোট বেলায় কয়েক বন্ধু মিলে(বন্ধু হাফিজও ছিলো) একটা ফুটবল ক্লাব করছিলাম বেশ ভালই চলছিল। কিছুদিন পর শুরু হল সমস্যা - বিভিন্ন জনের পছন্দ অপছন্দ গুলো সামনে আসতে শুরু করল।

কারো কারো দাবি এমন উদ্ভট ছিলো যে মাথা খারাপ হওয়ার জোগাড়।কখন সিদ্বান্ত সিদ্বান্ত নেই ওকে বের করে দিব।আবার মাঝে মাঝে মনে হয় নিজই বের হয়ে যাব।কিন্তু কোনটাই আমাকে দিয়ে হয়না। আমি ছিলাম আবার ঐ ক্লাবের সভাপতি।অথচ আমার বন্ধুদের সিদ্বান্ত কত সহজ ছিল।সহজেই জানিয়ে দিত ও থাকলে আমি থাকবো না বা ও খেললে আমি খেলবোনা।অথচ আমি ভাবতে থাকি কাউকে বাদ দিলে সে কতটুকু অপমান বোধ করবে।শেষমেষ চেষ্টা করি উভয় পক্ষকে বুঝাতে।ফলাফল উভয় পক্ষের কাছে ভিলেন হয়ে যাই আবার কখনও কখনও কেউ কেউ আমাকে ছেড়ে চলে যায়।হায়রে বিধি এমন মেধাই দিলা কারো আপনই হতে পারলাম না।


বরাবরই উভয় পক্ষকে ভাবতে গিয়ে নিজেই শুন্য।তবুও বিধাতাকে ধন্যবাদ নিজের অস্হিত্বতো আছে!!!! কেন আমি ভাবি কাউকে আঘাত করার মাঝে সুখ নেই,কেন আমি আমিত্বের উপর নিজেকে দাড় করাতে পারিনা,কেন ভাবতে হয় নিজের একটু কষ্ট হলেও সবাইকে নিয়ে চলব,কেন নিজের পছন্দ/ অপছন্দের জায়গায় ঠাঁয় দাড়িয়ে থাকতে পারিনা,কেন পারি না বলতে অন্যের কি হবে আমার দেখার দরকার নাই আমারটা আমি চাইই।পরিষেশে আমি বিশ্বাস করি আমি কাপুরুষ।পরিশেষে আমি বিশ্বাস করি আমি মেধাহীন,পরিশেষে আমি বিশ্বাস করি আমি এই সমাজের জন্য অনুপযোগী,ইত্যাদি ইত্যাদি।

No comments:

Post a Comment