Saturday, February 20, 2016

রাত ৩.৩০ বাজে এখন কোন মতে 2G লাইন পুরাপুরি পাইতাসি


রাত ৩.৩০ বাজে এখন কোন মতে 2G লাইন পুরাপুরি পাইতাসি,3G তো দুরের কথা মোবাইল কোমপানি গুলি ভালোই তামাশা করে টেকনাফ থেকে তেতুলিয়া নাকি তাদের 3Gকভারেজের আওতায়,মাঝে মাঝে কোন মতে লাইক দেয়া যায়,2G যেমন বিকালে চালু করলে ঘুরতে ঘুরতে অনেক সময় রাত হয়ে যায়,ঢাকা চিটাগাং এর মাঝখানে এই করুণ দশা আর পুরা বাংলাদেশে কেমন সেটা এক উপর ওয়ালাই জানে,এই তো শুরু ডিজিটাল যুগ,আবার শুনতাছি 4G চালু হবে তাহলে তো লাইক ও দেওন যাইবো না মনে হয়

No comments:

Post a Comment