Saturday, February 20, 2016

CSM colony সবাইকে দেখি অনেক মজার মজার ঘটে যাওয়া অনেক ঘটনা লিখে


CSM colony সবাইকে দেখি অনেক মজার মজার ঘটে যাওয়া অনেক ঘটনা লিখে ।তেমনি আমার একটা কথা এখন মনে পরছে তখন আম ক্লাস ১০ পরতাম। আমাদের হক স্যার এর কাছে আমি private পরতাম.সকাল ৭ টা থেকে ৮ টা পযন্ত।আমার সাথে আরো পরতো ঝংকার ক্লাবের স্বঘোষিত আজীবন সভাপতি মুসলিম উদ্দিন সিকদার।একদিন সকালে পরতে গেলে মুসলিম আমাকে বলে বাবু স্যারের পকেটে একটা ৫০ টাকা দেখছি চল আমরা নিয়ে ফেলাই।আমি বললাম ঠিক আছে আমরা ৫০ টাকা নেওয়ার পর দুজনে ২৫ করে ভাগ তরে নেই।মাসের শেষে যখন আমি স্যার কে বেতন দিতে গেলাম তখন স্যার আমাকে বলে বাবু তুই এ মাসে বেতন দেবার সময় ৫০ টাকা বেশি আনবি। আমি বললাম কেন স্যার বেতন তো ২০০ টাকা ২৫০ টাকা কেন দিবো। স্যার আমাকে বলে কথা বেশি বলিছ না । মুসলিম আমাকে বলে দিছে তুই ৫০ টাকা মারি দিছচ। তখন আমি স্যার কে বললাম স্যার তাহেল ২৫ টাকা মুসলিম কে আনতে বলেন। কারন ও ২৫ টাকা ভাগ পাইছে।।।আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক

No comments:

Post a Comment