Monday, February 8, 2016

আইজকাল আঁই এনকা গরর

- Kamar Uddin Komu

আইজকাল আঁই এনকা গরর,
আগর ডইল্যা দে"ত ন পারর।
আঁইতো বুঝির বেয়াগগিন,
মানা গরলে ন আইসসুম আঁই
হোনদিন হোনদিন।
চোখ শরমে হইত ন পারর
ভাবে বুঝা যার।
নইলে শরবত আইনতে
চিনি দিতে মনত কা ন থার?
আজকাল আমি আসলে এমন কেন করো,
আগের মতো পছন্দ না করো।
আমিতো বুঝি সবকিছু,
মানা করলে আসবোনা কোন দিনো।
চোখ শরমে বলতে পারোনা,
ভাবে যায় বুঝা,
নাহলে শরবত আনতে চিনি দিতে,
মনে কেন থাকে না?

No comments:

Post a Comment