Monday, February 8, 2016

সুজন এই মাস শেষে আবার ফল ঘোষণা করিস ভাই


আজ আমাদের সাবিন এর ছোট ভাই সুজন,একটা পরিসংখান দিয়ে এই পেজের কার কতটি পোস্ট হয়েছে তা সুনন্দরর করে তুলে ধরেছে,সেই জন্য সুজন কে সিএসএম কলোনী পেজের সকলের তরফ থেকে অভিনন্দন।আমরা মনে হয় এখন প্রতিদিন অনেক সুন্দর সুন্দর পোস্ট পাব,এবং পেজ খুব জমে উঠবে,বতর্মানে ফলাফলে দেখা যাচ্ছে আতিক ভাই ১ ম,দেখা যাক এই মাসে কেউ আতিক ভাই অতিক্রম করতে পারে কিনা।সুজন এই মাস শেষে আবার ফল ঘোষণা করিস ভাই।

No comments:

Post a Comment