Tuesday, March 8, 2016

আমিতো এই গ্রুপে বাপের বাড়ির ফ্লেভার পাই


আমিতো এই গ্রুপে বাপের বাড়ির ফ্লেভার পাই।হয়তো ব্যস্ততার কারনে যাওয়া আসা কম হচ্ছে কিন্তু বাপের বাড়ি কি ভুলে থাকা যায়? কিন্তু সমস্যা হচ্ছে বাবার বাড়ি মানেই কি যা ইচ্ছা তা করা? আমার দুঃখ কষ্ট পছন্দ অপছন্দের কথা আমি বলতেই পারি।এটা আমার অধিকার।কিন্তু সেটা ব্যাক্তি গত আক্রমন করে না।ফান করতে গিয়ে যেমন কারো উইক পয়েন্ট নিয়ে আঘাত করা যায়না,তেমনি অপছন্দের কথা বলতে গিয়ে কারো নাম উল্লেখ করাও উচিত না তার উপর ব্যাক্তির ওই অপছন্দের মানুষটি যদি সে জায়গায় আবার নিয়মিত আসা যাওয়া করে।এটা একটা কমন সেন্স যেটা সবার থাকা বাধ্যতামূলক। আমাদের সবার মাথাতেই ফিল্টার বসানো আছে,কোন জায়গায় কোন কথা বলতে হয় বা হয়না ওইটা ওই ফিল্টরই ঠিক করে।এখন এই ফিল্টার যদি কারো নষ্ট থাকে অবিলম্বে মেরামত করো।সুইচ্ অফ থাকলে অন করো।গ্রুপে এ ভালোনা,তে খারাপ এগুলা শুনতে ভাল্লাগেনা। যাই হোক আমার মাথার ফিল্টার ঠিকাছে, আপনারটা? 

No comments:

Post a Comment