Tuesday, March 8, 2016

কেউ ভাবে নি অতীত হবে

- Mohammad Arif

কেউ ভাবে নি অতীত হবে
তোমার অামার প্রীতি
তৈরি হবে মস্তিষ্কে এক
অাবেগ ঘন স্মৃতি
কেউ ভাবে নি বিলীন হবে
লাল ফড়িং এর মেলা
অদ্ভুত ঐ দিনগুলি অার
ইচিং বিচিং খেলা
কেউ ভাবে নি দেখব না অার
রাতের জোনাক পাখি
লাফিয়ে চলা ঘাস ফড়িংটা
বোতল ভরে রাখি....!
কেউ ভাবে নি কাশফুলগুলো
পড়বে না অার চোখে
এক টানেতে ঢুকিয়ে দিব
সবগুলো তোর মুখে!!!
কেউ ভাবে নি স্মৃতিগুলো
অাবেগ হয়ে তোমায়
সারাটা জীবন বর্ননাতে
মনের মধ্যে ঘুমায়..... wink emoticon smile emoticon

No comments:

Post a Comment