Tuesday, March 8, 2016

কাল রাত থেকে পেজ টা থমথম বিরাজ করছে


কাল রাত থেকে পেজ টা থমথম বিরাজ করছে, মনে হইতাছে ১৪৪ধারা জারি হইছে,সব দোষ আমাগো বড় ভাইগো,একটা স্কুলে কোন টিচার না থাকলে যেমন চিৎকার চেচামেচি চলে এখানে ঠিক তেমনি চলতাসে,মঈন ভাই, জিয়া ভাই, রেজা ভাই, রফিক ভাই, জসিম ভাই,শাহীন ভাই,মাসুক ভাই,রাকিব ভাই আরো কতো বড় ভাইগো পদচারণা এই পেজ টা গমগম করতো সব কই গেল বড় ভাইরা, আমাদের শাষণ করবে কে আদর করবে কে,নাজমুল ভাই নিরু ভাই যা একটু কথাবাতা কয়,শাহীন ভাই চুপচাপ দেখে কিছু কয়না,বন্যা আপার মজার মজার কমেনট গুলি আর দেখি না,জাভেদ এর সেই দুদান্ত লিখাগুলি আর পাইনা, ছোট ভাই নমির কালপনিক ঘটনাগুলি কোথায় হারিয়ে যাচেছ,রাসেল এর খোঁচা মারা কথা গুলিও আর পাইনা,গুটি কয়েক ছাএ ছাএী এখন ও এই পেজটা মধ্যে চলাফেরা করছে,আশা করি এক সময় সব ঠিক হয়ে যাবে কিন্তুু বড় ভাইদের এগিয়ে আসতে হবে তাদের হাতে হাত ধরেই না আমরা সামনে এগিয়ে যাবো,সব কলোনী বাসী এক হও

No comments:

Post a Comment