Tuesday, March 8, 2016

সাথী ফয়হাদ:::কানা ফয়হাদ


বনধু দুই ফয়হাদের কথা আজ কেন জানি বার বার মনে পড়ছে।সাথী ফয়হাদ যেখানে আছে যে ভাবে আছে তুমি ভালো থেক আললাহ দরবারে এই দোয়া করি।সাথী ফয়হাদ ডুব দিয়ে মাছ ধরার পারদূশী ছিল।এক ডুব দিয়ে দুই হাতে দুইটা মাছ ধরতে পারতে।আমরা যখন পুকুরে গোসল করতাম তখন আমি সাতার পারতাম না।তখন ফয়হাদ সাতার তে পারতে ডুব সাতার পারতে ডুব দিয়ে অনেক দূর চলে যেতে পারতে।সে অন্য দিক দিয়ে ডুব মেরে আমাদের পা দরে টান দিত।অনেক ভয় পেতাম ভাবতাম কিছু টেনে নিয়ে যাচেছ। অনেক অনেক ভয় পেতাম।এখন মনে মনে হাসি পাই।মনে হলে ফয়হাদকে মিস করে। ফয়হাদ গাছের নীচ থেকে পাথর দিয়ে নারকেল ফেলে দিতে পারতে। সাথী ফয়হাদ তো সাথী ফয়হাদ ভালো থাকা হয় যেন দোয়া করে।।। বাকি টুকু অন্য দিন।--------।

No comments:

Post a Comment