Tuesday, March 22, 2016

বৈশাখ মাস ফল পাকার মাস গরম তো আছেই


রাত ৭,৩০কি ৮টা বাজে কলোনীতে কারেনট চলে গেলো,বৈশাখ মাস ফল পাকার মাস গরম তো আছেই,আমাদের বাসা C/4/A, সব বাসা থেকে সবাই মোটামুটি বাহির হয়ে রাস্তা বা বাসার সামনে ঘুরাঘুরি করতাসে,আমাদের এপ্রিল 29গ্রপের মোটামুটি সবাই একসাথে ঘুরাফিরা করতেছি,সুযোগ পেলে ডাব খাবো কোথাও ডাব খাওয়ার সুযোগ নেই কারণ সবাই বাহিরে ঘুরাঘুরি করতেছে,কিন্তুু সবার ই এক কথা ডাব তো খেতে হবে,অনেক চিন্তা ভাবনা পর ডিসিশান হলো আমাদের গাছের ডাব খাওয়া হবে আমি প্রথমে একটু গো গো করলাম এটা কি ভাবে হয়, সবার পিড়াপিড়ীতে পরে রাজি হলাম,আমাদের ভাগে নারিকেল গাছ ছিল ৩টা সোনালী ব্যাংকের পিছনে ওয়াসার সাথে টিন দিয়ে গেরাও করা, সবাই আমাকে বাসায় পাঠিয়ে দিলো বাসায় গিয়ে সময় দে যেন বাসা থেকে বাহির হতে না পারে আর এদিকে ডাব পাড়া শুরু করে দিলো মরা রাশেদ কিভাবে জানি একটা ডাব টিনের উপর পড়লো, বিরাট আওয়াজ হলো উপরে থেকে মুহাম্নাদ আলী চাচার বাসা থেকে চিৎকার চেচামেচি শুরু করে দিলো আমাদের বাসা থেকেও আম্মা বলতেছে দেখতো কি হয়েছে,পিছনের দরজা দিয়ে বাহির হ,আমি গড়িমসি করে সামনের দরজা দিয়ে বাহির হলাম সাথে আমার ছোট ভাই রকিবুল পিছনে যেয়ে দেখি আমাদের গেরাও টিন মোচরানো কেউ নেই,বাসা এসে বললাম মনে হয় নারিকেল পড়ছে সকালে খুজবো এই বলে আমি ওয়াসার পিছনে গিয়ে হাজির তখন মরা রাশেদ বলে সরি দোস্ত একটা ডাব পড়ে গেছে, শেষে আমাকে একটা ডাব দিয়ে বলে নে তোর জন্য হায় কপাল শেষে আমার ভাগে একটা,,

No comments:

Post a Comment