Tuesday, March 22, 2016

বউ হইতেছে পরাধীনতার প্রতীক


বউ হইতেছে পরাধীনতার প্রতীক,এই বউ নামক যন্ত্রনা থেকে একটু রিলাক্সের জন্য দুইটা মিনিট ফেসবুকে বসি, সেখানেও এই যন্ত্রনা আমদানির ষড়যন্ত্র চলতেছে। সুতরাং আমরা শান্তিকামী সিএসএম বাসী দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই এই শান্তির নীড়ে বউ নামক যন্ত্রনা আমদানি প্রতিরোধে প্রয়োজনে রাতের আরামের ঘুম হারাম করি ফালামু।।

আসুন বজ্রকন্ঠে আওয়াজ তুলি,
"আমরা হলাম যোগ্য স্বামী
সবসময় শান্তি কামী"।

No comments:

Post a Comment