Tuesday, March 22, 2016

আমরা স্বাধীন চেতনায় বিশ্বাসী


আমরা স্বাধীন চেতনায় বিশ্বাসী। কারোর উপর বল প্রয়োগ করে কিছুই করি না। যার যার ফেইসবুক আইডি নিয়ে সে সে থাকবে। আমার মনে হয় যারা সন্দেহ প্রবন তারাই এক সাথে থাকতে চায়। অর্থাৎ এক জন ফেইসবুকে কি করে আরেক জন উকি মারে দেখে। এটা খুবই খারাপ কাজ। বর্তমান যুগে যা কোন ভাবে সমর্থন যোগ্য নয়। আমি যেমন স্কুলে কলেজে পড়ছি ও তেমন স্কুল কলেজে পড়ছে। আমার পেইজে যেমন আমার মেয়ে বন্ধু আছে তেমনি আমার বউয়ের পেইজে তার ছেলে বন্ধু থাকতে পারে। এটা দোষের কিছু নয়। এটা হলো বিশ্বাসের ব্যাপার। অতএব সিএসএম ভাই বোনদের বলছিঃ

আমরা সবাই সিএসএম সেনা,
ভয় করিনা বুলেট বোমা।। 


No comments:

Post a Comment