Monday, March 21, 2016

আজ এই ভাল মনের মানুষ গুলোর সাথে খানিকটা সময় পাড় করার সুযোগ হয়েছিল আমার


আজ এই ভাল মনের মানুষ গুলোর সাথে খানিকটা সময় পাড় করার সুযোগ হয়েছিল আমার।।আমি ফোন করার সাথে সাথে সবাই আমাকে দেখতে নিরু ভাইয়ের অফিসে ছূটে আসে।।কেউ তার অসুস্থ সন্তান কে ফেলে,কেউ কেউ বাসা থেকে নিজের পরিজন ছেড়ে,,কেউ কেউ সারাদিনের কর্ম ব্যস্ততার পর সরাসরি বাসায় না গিয়ে আমার সাথে এক পলক দেখা করতে বুকের সাথে বুকটা মেলাতে ছুটে আসে নিরু ভাইয়ের অফিসে।।নিজেকে খুব সৌভাগ্যবান মনে হয়েছে।।এই ভেবে যে,এমন একটা পরিবারে আমার জন্ম হয়েছে।।আমার শৈশব কৈশোর কেটেছে এই প্রিয় মানুষ গুলোর সাথে।।


ধন্যবাদ নিরু ভাই
ধন্যবাদ জসীম ভাই
ধন্যবাদ কমু ভাই
ধন্যবাদ মামুন ভাই
ধন্যবাদ অপু ভাই
ধন্যবাদ টিংকু ভাই
ধন্যবাদ পুলক ভাই
ধন্যবাদ নাজমুল ভাই।।আসতে না পারার দুঃখটা শেয়ার করার জন্যে।।
সর্বোপরি ধন্যবাদ সিএসএম কে।।

No comments:

Post a Comment