Sunday, May 29, 2016

এই দুনিয়াতে সকল মানুষ ই মনে হয় তার নিজের প্রসংশা সুনতে অভ্যস্ত


এই দুনিয়াতে সকল মানুষ ই মনে হয় তার নিজের প্রসংশা সুনতে অভ্যস্ত ,যে মানুষ যাকে যত বেশি তেলাতে বা প্রসংশা করতে পারে সেই মানুষ তার কাছে তত ভাল, আর এই সব জাগায় আমি বেতিক্রম আমি প্রসংশা না করে তাকে সত্যি টা বলে দেই, তাতেই আমি দোষী হয়ে যাই,তারপর ও আমি সত্যি টা বলবই,আর কোন মানুষ কোন কথাটা দিয়ে সত্যি কথা বলছে না তেল দিছে এইটা যদি না বুজে তাহলে কি বলা বা ভাবা উচিত।তবে এই বেপারে আমি পুরাই বেকুব মানুষ কারন যে কোন মানুষ যা বলে আমি তাই সত্যি বলে বিশ্বাস করি তাতেই আমি বেশি ধরা খাই।কিন্তু কোনটা আমাকে তেল দিছে এই টা খুব ভাল ভাবে বুজতে পারি,তাই সকলের কাছে বিনিত অনুরোধ কাউ কে নিয়ে মিথ্যা প্রশংশা করবেন না।

No comments:

Post a Comment