Sunday, May 29, 2016

কিছুক্ষণ আগে Mohammed Kamar Uddin ভাই জুহি ও মাধুরির ফ্যান পেজের


কিছুক্ষণ আগে Mohammed Kamar Uddin ভাই জুহি ও মাধুরির ফ্যান পেজের একটি তুলনামূলক চিত্র দিয়ে বলেছিলেন, এটা দেখে আমি টাস্কি খাবো। আমি সত্যিই টাস্কি খেয়েছি। শুধু টাস্কি নয় আমি মর্মাহত, উদ্বিগ্ন। কারন জুহির পেজের লাইকারের সংখ্যা ৮লাখেরও অধিক। জুহির লাইকার এতো জন হবে কেন? আমি ভেবেছিলাম জুহির লাইকার শুধু আমি একাই থাকবো আর কেউ নয়। আমি কায়মনোবাক্যে আশা করছি জুহির লাইকার দিনে দিনে আরো কমতে কমতে এক জনে নেমে আসুক, আর এই একজনই শধুই আমি। আমি আরো আশা করছি আমাদের মাধুরী শিক্ষিত মামীর লাইকার ২ কোটি থেকে ২০০ কোটিতে পরিণত হোক। উনারে লই বেকে কাড়াকাড়ি করুক।

No comments:

Post a Comment