Monday, May 9, 2016

সবার নিকট কৃতজ্ঞ


সবার নিকট কৃতজ্ঞ। যারা এসেছেন ও যারা আমার জন্য দোয়া করেছে।বিশেষ করে ছোট ভাই মুরাদ এর কারনে মনে হয় আল্লাহ আমাকে এ যাএায় বড় বিপদ থেকে রক্ষা করেছে।গতকাল মেডিকেল থেকে বাসায় এসেছি।মেডিকেল এ সাতটা ইনজেকশান দিছি,বাকী দুইটা বাসায় দিলে হবে।নাজমুল ভাই,জসিম ভাই,নিরু ভাই,নুর উদ্দিন।টিংকু,মাসুক ভা ই এসেছিল।মুরাদ কে নিয়ে।ছোট ভাইটি ব্যাস্ততার মাঝে এসে ইনজেকশন দিয়ে গিছে।ভাইটির জন্য আল্লাহর কাছে দোয়া করি।যেন আল্লাহ ভাইটিকে অনেক বড় করে।

আগামী বুধবার ঢাকা আসবো।রিমুর ওখানে এনজিওগ্রাম করতে হবে।সবাই দোয়া কইরেন যেন আল্লাহরর রহমতে অল্পতে সেরে উঠতে পারি।

আর পরিশেষে যদি আমি কখনো কোন কাজে কারো মনে দুঃখ দিয়ে থাকি আমাকে মাপ করে দিবেন।সবাই কে অনেক শুভেচ্ছা।


No comments:

Post a Comment