Tuesday, May 10, 2016

সিএসএম নিয়ে অনেক কিছু করার চিন্তা ছিল


সিএসএম নিয়ে অনেক কিছু করার চিন্তা ছিল।সবাই মিলে ছোট একটা জায়গায় একসাথে থাকার,হয়তো হবে,হয়তো হবে না,সেটা আল্লাহ জানেন।আমি কি আগের মত হতে পারবো কিনা বুঝতে ছি না।
তারপর ও একটা কথা বলি সবাই এক থাকিয়েন।হয়তো আমি বোকা,বেশী কথা বলি,আপনাদের মাঝে মাঝে বেশী বিরক্ত করি।তারপর বলবো সবই যে বন্ধন তৈরী করছেন, তা যেন ছোট- খাট মান অভিমানে নষ্ট না হয়।
আমি সিএসএম এর সকলের আমার প্রতি ভালবাসায় মুগ্ধ।আমি চাইবো এটা যেন সব সময় থাকে।

No comments:

Post a Comment