Monday, June 13, 2016

ইন্ডিয়ান এক গায়ক আছে নাম "অনুভব না অনুপম" কি জানি


ইন্ডিয়ান এক গায়ক আছে নাম "অনুভব না অনুপম" কি জানি, আর গানও গায় একটা ই "আমাকে আমার মত থাকতে দাও"। এই পোলার গলায় সারা জীবন খালি এই গান টাই শুইনা আসতাছি। এইডা গান না ছড়া এইটা নিয়াও আমি কনফিউজড। যাই হোক এই অনুপম যখন তার এই জাতীয় সংগীত লইয়া টিভির পর্দায় আসে তখন আমাগো দেশী য় কিছু ললনা ( এই দলে আমার বউও আছে) এমন ভাবে টিভির সামনে দৌড় দেয়, অলিম্পিকে এই দৌড় দিলে এই দেশে গোল্ড মেডেল না হইলেও সিলভার মেডেল আসতোই।

আচ্ছা এই অনুপম ব্যাডা এমন কি গান গায়? যারে দেখার লাইগা টিভির সামনে এমন অলিম্পিক দৌড় দেওন লাগে? এই পোলার থাইকা আমাগো মরা রাশেদও ভালো গান গাইতে পারে। আসলে ইন্ডিয়ার শক্তিশালী মিডিয়ার কারনে যারে তারে বিরাট গায়ক বানাইতে পারে। আমার এক মুরুব্বি কইছিল " পেটে.... থাকলে জিলাপি র মতোও হাগা যায়"।

আমাগোও এমন স্ট্রং মিডিয়া থাকলে মরা রাশেদও বিশাল শিল্পি হইয়া যাইতো। আর সেও টিভিতে গান গাইতো " আমাকে আমার মত ডাব পাড়তে দাও"।

No comments:

Post a Comment