Sunday, June 12, 2016

সন্ধায় খবর পেলাম আমাকে আগামি কাল ভোরে রাঙ্গামাটি যেতে হবে কাজে


সন্ধায় খবর পেলাম আমাকে আগামি কাল ভোরে রাঙ্গামাটি যেতে হবে কাজে, তাই ঠিক করলাম আমার সি এস এম ভাই ও বন্ধুদের জন্য কিছু ইফতার আনা যায় কিনা, তাই বলছিলাম বন্ধু বর,রেজা,রিপন,জসিম,জিয়া,শাহিন,মানিক,টিটু,অপু,মিঠু,ও ভুলে যার নাম লিখবো না মনে করেছিলাম ঃ সে নাজমুলঃ আমি তোদের জন্য রাঙ্গামাটি থেকে কি আনতে হবে না বলে।

যা লিখলাম তোমরা মনে করিবে ইহা ভুল , আশলে ইহা সঠিক।

take to take no take to p---------

No comments:

Post a Comment