Tuesday, July 19, 2016

Aslamuddin Mamun এর অসুখের পর আমিও একটু ভয় পেয়েছিলাম


Aslamuddin Mamun এর অসুখের পর আমিও একটু ভয় পেয়েছিলাম। কারন ওকে দুইদিন আগেো কত হাস্যেউজ্জল প্রানবন্ত দেখেছি। দুইদিন পর ছেলেটা পুরাই চেঞ্জ। তখন থেকে মনে একটা ভয় ঢুকে গেছে চারিদিকে ভেজালের যে সমারোহ চলছে কখন জানি কার কি হয়। গতকাল রাত থেকে বুকের বাম পাশে ব্যাথা করছিলো। আজকে সারাদিনও ব্যাথা ছিলো। বিকালে সুমনের খালাতো ভাই আমাদের বন্ধু ডাঃ আব্দুর রব মাসুমকে ফোন দিলাম। ও বললো রাত নয়টা পর্যন্ত চেম্বারে আছি, চলে আয়। সাড়ে আটটায় ওর চেম্বারে গেলাম। ও আমাকে দেখেই বললো আগে একটা ইসিজি করে আয়। রিপোর্ট লাগবে না। সাথে সাথে ইসিজি করতে গেলাম। এই জীবনে প্রথম ইসিজি করালাম। ইসিজি পেপার নিয়ে মাসুমকে দেখানোর সাথে সাথে ও হাসি দিয়ে বললো কিছুই হয়নি। বুকের ব্যাথাটা গ্যাসের সমস্যা থেকে হচ্ছে। মাসুমের কথা শুনে মনে হলো বুকের ব্যাথা অর্ধেক কমে গেছে। মাসুমকে তোমাকে ধন্যবাদ।

No comments:

Post a Comment