Tuesday, July 19, 2016

কমন রুম


ক্লাস সিক্সে উঠার আগ পর্যন্ত আমি জানতাম না কমন রুম কি?সেখানে কেন বসে? কি হয়। একদিন একটা দরকারে আমি সেখানে গেলাম। দেখি সব আপা রা বসে আছেন তাদের কমন রুমে।আমি থতমত খেয়ে গেলাম। একসংগে এত আপা।আমি আমার দরকার এর কথা ভুলে অন্য কথা বলে চলে এলাম।আর স্যার দের কমন রুমে থাকতেন স্যার রা সবাই।সেখানে ত আরো ভয় লাগত। তাই যত টা সম্ভব না যাবার চেষ্টা করতাম। কিন্তু যতই দিন যেতে লাগল ততই কমন রুমে যাবার পরিমান বাড়তে লাগল। আর আমার ভয় ও কাটতে লাগল।তবে আপাদের কমন রুমে যেতে যেতে একটা ধারনা জন্মে যে ক্লাসে কোন আপাকে যতই ভয় পেতাম, কমন রুমে উনাকে ততই স্নেহ শীল আর হেল্পফুল মনে হত।আর স্যারদের কমন রুমে গেলে সালাম দিয়ে চোখে চোখে না তাকানো র চেষ্টা করতাম।মনে হত,এই বুঝি বেয়াদবি হয়ে যাবে

No comments:

Post a Comment