Aslamuddin Mamun প্রতিদিন কারো না কারো নাম, ছবি দিয়ে পোষ্ট দেয়। অর্থাৎ তেল দেয়। এখন ও আবার বলছে তেল দিবে না, খাঁটি বাঘাবাড়ির ঘি দিবে। অথচ তার নামে কেউ কখনো পোষ্ট দেয় না। কেন দেয় না? তার তেল খাওয়া নিষেধ বলে? আরে ভাই মাছ, মাংস, তেল না দেন অন্তত শাক সবজিতো দিবেন। আপনারা যদি কিছুই না দেন ছেলেটা কি খেয়ে বাঁচবে? একবারও কি কেউ চিন্তা করছেন ছেলেটা আমাদের জন্য কত কষ্ট করে। কোথায় কোন প্রোগ্রাম হবে তার জন্য তার কত টেনসন। একটা প্রোগ্রাম শেষ হওয়ার আগেই সে আগামিতে কোন প্রোগ্রাম হবে, কোথায় হবে সেটা নিয়ে আলোচনা শুরু করে। সিএসএম এর যত চিন্তা আমার মনে হয় ওর পরিবারের জন্য এত চিন্তা করে না।

No comments:
Post a Comment