Tuesday, July 19, 2016

সি এস এম-এ থাকা অবস্হায় বাবার আদরের পাশাপাশি চাচাদের আদর পেয়েছি অনেক


সি এস এম-এ থাকা অবস্হায় বাবার আদরের পাশাপাশি চাচাদের আদর পেয়েছি অনেক।একদিন সকালে মনিদের (84) বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম,দুইতলা থেকে চাচা ডাক দিলেন বাসায় যাওয়ার জন্য।ভেবে পেলাম না কি জন্য ডাকছে!গেলাম উনাদের বাসায়।বসলাম,বাটি করে দুটো মিষ্টি দিলেন খেতে।তখন আলাউদ্দিনের মিষ্টি ছিল সেরা। ঢাাকায় যারা যেতেন আলাউ্দ্দিনের মিষ্টি আর সাগর কলা - এইদুটো নিয়ে আসতেন।চাচা অফিসের কাজ সেরে আগের দিন রাতে ঢাকা থেকে এসেছেন।মিষ্টি খাওয়ার পর চলে এলাম।এখন ভাবতে ভাল লাগে,উনি আমাকে ডেকে নিয়ে মিষ্টি খাইয়েছেন-এটা আমার প্রতি উনার স্নেহের বহিঃপ্রকাশ ছিল।

No comments:

Post a Comment