Saturday, July 16, 2016

শ্রাবন মাস শুরু হয়ে গেলো বৃষ্টির দেখা নাই


শ্রাবন মাস শুরু হয়ে গেলো বৃষ্টির দেখা নাই। বৃষ্টির জন্য Taskiatun Nur Tania সেকি আকুতি!! আজকে সকালে এবং সন্ধায় যে পরিমাণ বৃষ্টি পড়ছে তাতে আগামি কয়েকদিন তানিয়া বৃষ্টির জন্য কান্না করবে না। আজ সন্ধায় Shahabuddin Liton যখন আমাকে দেওয়ান হাট নামিয়ে দিলো, তখনও অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। লিটন যাওয়ার অনেকক্ষণ পরও দেওয়ান হাট মডেলের ভিতরে ঢুকে অপেক্ষা করতে লাগলাম বৃষ্টি কমার জন্য। কিন্তু কমার কোন লক্ষন দেখলাম না। তার উপর রাস্তায় প্রচুর পানি জমে গেলো। প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর ৩০০ মিটারের মত রাস্তা চারগুণ বেশি ভাড়া দিয়ে কাকভেজা হয়ে বাসায় আসতে হলো। ভাড়া বেশি হলেও রিক্সাওয়ালা ধন্যবাদ। ওকে না পেলে আর কতক্ষন অপেক্ষা করতে হতো কে জানে। কারন এর আগে অনেক রিক্সাওয়ালা অনুরোধ করেছি, কেউ আসতে রাজি হয়নি।

No comments:

Post a Comment