Saturday, July 16, 2016

আমার ছোটবাবা অনেক আদরের


আমার ছোটবাবা অনেক আদরের,সেদিন একটা হলুদের অনুষটানে ব্যানডে যারা গান গাইছে ওদের গিয়ে বলছে এ ফোন থেকে একটা গান গাইতে হবে।সে আমার ফোনটা নিয়ে গেল আমি ভাবলাম মনে হয় ছবি তুলবে।কিনতু না তা না কত ক্ষন পর দেখি মিউজিসিয়ানরা ওই গান গাইছে,আমার সিএসএম,প্রানের সিএসএম ওতটা ভালো করে পারছে আমাদর সুজন ভাইয়ের মতো।অনেকে বলছে এটা আবার কি আমি জুবায়ের কে ধরে দিলাম বকা।তখন বুঝলাম আমার ছেলে আমাকে খুশি করতে আর সারপ্রাইজ দিতে চেয়েছিল।কিনতু আমি বললাম এ গানটা শুধু আমরা সিএসএম কলোনির সব মানুষের জন্য।এ গান শুধু আমাদের।আমার সাথে আমার ছেলেও সেই কলোনি টাকে খুব ভালবাসে।মনে হলো তাই লিখলাম।চিটাগাং ক্লাবের সুইমিংপোলের এরিয়াতে হয়েছিল।অনেকে শুনেছে গানটা কেউ বুঝেনি।আমি আর আমার পোলা ছাড়া।।

No comments:

Post a Comment