Saturday, July 16, 2016

কলোনীতে থাকতে ঈদের সালামি দিয়ে একটা কমন কাজ ছিল আমার


কলোনীতে থাকতে ঈদের সালামি দিয়ে একটা কমন কাজ ছিল আমার এবং তা হলো রাতে ভাত খাওয়ার পর ইউনুস ভাইয়ের দোকানে গিয়ে ৭টাকা দিয়ে কোক কিনে খাওয়া দোকানের সামনে সিমেন্টের টুলে বসে।।।এক বোতলে অনেক কোক মনে হতো শেষই হয়না। যে ঢেঁকুর দিতাম !!!ঢেঁকুর এর সাথে সাথে নাকে এসে ঝাঁঝ জমতো।।আর এখনকার কোক কেমন মিষ্টি মিষ্টি।।আহা সেই দিনগুলি মোর!!!!

No comments:

Post a Comment